শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের!

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ২৭ নভেম্বর ২০২৩

বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের!

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। সেই বৈঠক শেষে তামিম কথা না বললেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাপন। সেখানেই তিনি বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন।

সোমবার (২৭ নভেম্বর) নিজ বাসার সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে পাপন জানান, বিসিবিতে আর সর্বোচ্চ এক বছর থাকতে চান তিনি। বিসিবি বস বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব।

নিজের অবসরের ইঙ্গিতের পাশাপাশি বিসিবি সভাপতি কথা বলেন তামিম ইকবাল ইস্যুতেও। তিনি জানান, নিউজিল্যান্ড সিরিজেও খেলবেন না তামিম। বিসিবি বস জানান, তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বিপিএলের পর।

পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়