
ছবি সংগৃহীত
মেজর লিগ সকারে টরোন্টোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে ইনজুরিতে পড়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন লিওনেল মেসি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এফসি টরোন্টোর বিপক্ষে ইনজুরিতে পড়ে ৩৭ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। তবে ‘এলএমটেন’কে ছড়াই প্রথমার্ধের ইনজুরি সময়ে ফ্যারিয়াসের গোলে লিড নেয় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে রবার্ট টেলর মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশির গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ‘টাটা’ মার্টিনোর দল। ম্যাচে ৮৭ মিনিটে রবার্ট টেলর নিজের দ্বিতীয় গোল করলে ৪-০’র বড় জয় পায় ইন্টার মায়ামি।