সোমবার ০৭ অক্টোবর ২০২৪, আশ্বিন ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অস্ট্রেলিয়া সফর নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৩

অস্ট্রেলিয়া সফর নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন বিসিবির

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ দল খুব বেশি খেলার সুযোগ পায় না। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও খুব কমই হয়ে থাকে। সে কারণে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের পরিকল্পনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশদলের সিরিজ খেলার পরিকল্পনা করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া, সেন্ট্রাল সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে ম্যাচ খেলার জন্য যোগাযোগও করেছিল বিসিবি। কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

জানা যায়, প্রাইভেট সফর হওয়ায় বিসিবিকে ব্যাপক খরচ করতে হতো। আনুমানিক ছয় থেকে সাত কোটি টাকা খরচ হতো অস্ট্রেলিয়া সফরে। শুধু তাই নয়, সফরের সব কিছু নিজেদের উদ্যোগে আয়োজন করতে হতো। সফর বাতিল করার পেছনে এটাও একটা কারণ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বলছে, টানা ক্রিকেট খেলার কারণে খেলোয়াড়রা ক্লান্ত। ছাড়া ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের খেলা রয়েছে। কারণে মুমিনুল হকদের অস্ট্রেলিয়ায় চার দিনের ক্রিকেট ম্যাচ খেলতে পাঠাতে রাজি না বোর্ড।

যদিও অস্ট্রেলিয়া সফর করলে টেস্ট ক্রিকেটারদের লাভ হতো, যা আগামী বছর নিউজিল্যান্ড সফরে কাজে দিত। ছাড়া দেশটির প্রাক মৌসুম কন্ডিশনে ভালো বোলিং মোকাবিলা করার অভিজ্ঞতা হতো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়