শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাকিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ৩০ মার্চ ২০২৩

পাকিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেলেন রশিদ খান

ছবি: ইন্টারনেট

রশিদ খানের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। এরপরই সুখবর পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকেও। পাকিস্তানের বিপক্ষে মাত্র উইকেট পেলেও বল হাতে বেশ কৃপণ ছিলেন রশিদ। এর সুবাদে পাঁচ বছর পর টি-টোয়েন্টির সেরা বোলারদের সিংহাসন দখল করলেন আফগান অধিনায়ক।

টপকে গেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। রশিদের সঙ্গে সুসংবাদ পেয়েছেন আরেক আফগান বোলারও। একসঙ্গে ১২ ধাপ লাফ দিয়ে সেরা তিনে উঠে এসেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। তিনি চলে এসেছেন তিন নম্বরে।

রশিদ খান অবশ্য এবারই প্রথমনাম্বার ওয়ানহননি। রশিদের রেটিং এখন ৭১০। আর দ্বিতীয় স্থানে থাকা হাসারাঙ্গার রেটিং ৬৯৫। ২০১৮ সালেও তিনি একবার টি-টোয়েন্টির বোলিং ্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেছিলেন।

রশিদ-ফারুকির সঙ্গে আফগানিস্তানের আরও এক বোলার ঢুকেছেন সেরা দশে। তিনি হলেন অফস্পিনার মুজিব উর রহমান। সিরিজের প্রথম তৃতীয় ম্যাচে দুটি করে উইকেট নেয়া মুজিব দশ নম্বর থেকে আটে উঠে এসেছেন।

্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা ফারুকির রেটিং ৬৯২ পয়েন্ট। আর অষ্টম স্থানে থাকা মুজিবের রেটিং ৬৬৮ পয়েন্ট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়