
ছবি: ইন্টারনেট
আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ১০০তম উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান। এর মধ্য দিয়ে দেশের হয়ে সবচেয়ে কম ৮১ ম্যাচ খেলেই এ কীর্তি গড়লেন তিনি।
মঙ্গলবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে নিজের তৃতীয় ওভার বল করতে এসে ১০০তম উইকেট শিকার করেন দ্য ফিজ।
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে উইকেটের সেঞ্চুরি করেছেন মুস্তাফিজ।
পরিসংখ্যান বলছে, টি-২০ ক্যারিয়ারে এ পর্যন্ত ৮১টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। যেখানে ২৮৭ ওভার বল করে ২ হাজার ১৮৯ রান দিয়েছেন তিনি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেছিলেন এ বাঁহাতি পেস বোলার।