শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে যা হবে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ২৯ নভেম্বর ২০২২

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে যা হবে

ছবি সংগৃহীত

শেষ দিকে চলে এসেছে কাতার বিশ্বকাপের জমজমাট গ্রুপ পর্বের খেলা। সব দল খেলেছে দুটি করে ম্যাচ। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স, ব্রাজিল পর্তুগাল। বাকি ১৩টি জায়গার জন্য লড়াই্য়ে আছে ২৭টি দল। তাদের জন্য আছে নানা সমীকরণ।

শেষ আটে যেতে হলে গ্রুপ পর্বে থাকতে হবে সেরা দুইয়ে। সমান পয়েন্ট হতেই পারে একাধিক দলের। সে সব ক্ষেত্রে পর্যায়ক্রমে সাতটি ভিন্ন মানদণ্ড ব্যবহার করবে ফিফা।

*সবার আগে দেখা হবে গোল পার্থক্য।

*গোল পার্থক্য সমান হলে বিবেচনায় আসবে কোন দল বেশি গোল করেছে।

*গোল সংখ্যাও সমান হলে হিসেব করা হবে মুখোমুখি লড়াইয়ের ফলাফল।

*এরপরও সমতায় থাকা দলগুলোর মুখোমুখি লড়াইয়ে গোল পার্থক্য দেখা হবে।

*সেখানেও সমতা না ভাঙলে সাম্যাবস্থায় থাকা সব দলের মধ্যে কারা বেশি গোল করেছে তা দেখা হবে।

*এরপরও সমতা থেকে গেলে ফেয়ার প্লে পয়েন্ট গণনা করা হবে

* ছয়টি শর্তের পরও যদি সমাধানে না পৌঁছানো যায়, তাহলে ড্র লটারির মাধ্যমে ঠিক করা হবে কারা যাবে পরের রাউন্ডে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়