সোমবার ০১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি, মাঝে মাঝে কথা বলছেন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি, মাঝে মাঝে কথা বলছেন

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। চার দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। চিকিৎসকরা জানান, নতুন জটিলতা নেই এবং তিনি তরল খাবার নিতে পারছেন। শর্মিলা রহমান চিকিৎসকদের সঙ্গে মাঝে মাঝে কথা বলছেন।

মেডিকেল বোর্ড জানায়, ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে। অবস্থার আরও উন্নতি হলে তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে। সিঙ্গাপুর লন্ডন দুটিই বিকল্প হিসেবে বিবেচনায় আছে। চীনের একটি চিকিৎসক দল আজ ঢাকায় এসে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করবে। লন্ডন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।

রাশিয়ান রাষ্ট্রদূত খালেদা জিয়ার দ্রুত সেরে ওঠার কামনায় ফুল পাঠিয়েছেন। বিএনপি জানায়, তারেক রহমান লন্ডন থেকে চিকিৎসা সমন্বয় করছেন। দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ দোয়া মাহফিল প্রার্থনা করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়