বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, আষাঢ় ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২ জুলাই ২০২৫

ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত . আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে . আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সৌদি এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন . আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশন শুরু করবেন কূটনীতিক।

রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী . আব্দুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন কোরিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। এই কূটনীতিক ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সিটি হাউস্টনের সৌদি কনস্যুলেট সামলেছেন। তিনি সেখানে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। 

২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন। সেখান থেকে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। . আব্দুল্লাহ জাফর কোরিয়া থেকে যান জেনেভায়। তিনি সেখানে দায়িত্ব পালন করেন ২০২১ সাল পর্যন্ত। জেনেভা থেকে তাকে পাঠানো হয় চীনে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়