
ছবি সংগৃহীত
আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ তাকে ১০ বছরের কারাদণ্ড এবং তার সাত দেহরক্ষীকে চার বছর করে সাজা দেন। সেই সঙ্গে তাদের ৩ কোটি ৮৩ লাখ টাকারও বেশি অর্থদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছিল। তবে হাইকোর্টে আপিলে জি কে শামীম খালাস পেলেন।