
ছবি সংগৃহীত
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
বাকি চার আসামি হলেন:
-
খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম
-
রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান
-
সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া
-
পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার
চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার থাকলেও বাকি চারজন পলাতক।
মামলায় অভিযোগ, গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করা হয়, এক শিশুর মাথায় গুলি লাগে এবং শিশুটির দাদি নিহত হন।
৩১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের পর আজ অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন।