রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আবু সাঈদ হত্যা

৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ

আদালত ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৫৭, ৬ আগস্ট ২০২৫

৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেয়। অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক। গ্রেপ্তার হওয়া ছয় আসামি—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ—অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

পলাতকদের পক্ষে চারজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এবং অন্যান্য প্রসিকিউটরগণ।

এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয় ২৮ জুলাই। এর আগে, ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়