বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাভারে এপিসি থেকে ফেলে ছাত্র হত্যায় অভিযুক্ত পলাতক এএসআই গ্রেফতার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৩৫, ৪ আগস্ট ২০২৫

সাভারে এপিসি থেকে ফেলে ছাত্র হত্যায় অভিযুক্ত পলাতক এএসআই গ্রেফতার

ছবি সংগৃহীত

সাভারে ছাত্র আন্দোলনের সময় নিহত আসহাবুল ইয়ামিন হত্যাকাণ্ডে অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসআই আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় ইয়ামিন পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দেওয়া হলে তার মৃত্যু ঘটে। ঘটনাটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিবাদ সৃষ্টি করে। ইয়ামিন মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়