
ছবি সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ মামলায় প্রথমবারের মতো রাজসাক্ষী হিসেবে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হয়। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামি শেখ হাসিনার পাশাপাশি অন্য দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুনকে ‘সম্পূর্ণ সত্য প্রকাশের’ শর্তে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
আজ সকালে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে তার হাতে কোনো হাতকড়া বা মাথায় হেলমেট দেখা যায়নি।
সাক্ষ্যগ্রহণ উপলক্ষে ট্রাইব্যুনাল চত্বর ও প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে আজকের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একইদিনে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হয়।