বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ আগস্ট ২০২৪

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

ছবি সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব।

স্থানীয় সোমবার (১২ই আগস্ট) এক বিবৃতিতে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দফতরের উপ-মুখপাত্র ফারহান হক একথা জানান। 

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

উপ-মুখপাত্র জানান, সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তবর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়