সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিকেলে মোবাইল ইন্টারনেট চালু হবে: প্রতিমন্ত্রী পলক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২৮ জুলাই ২০২৪

বিকেলে মোবাইল ইন্টারনেট চালু হবে: প্রতিমন্ত্রী পলক

ছবি: ইন্টারনেট

সারাদেশে বেলা তিনটা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

রবিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ জানান, সংযোগ চালুর পর গ্রাহকরা দিনের জন্য জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে ফোরজি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন ১৮ জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশই ইন্টারনেটবিচ্ছিন্ন ছিল।

পাঁচ দিন ইন্টারনেটবিহীন থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেয়া হয়। পরদিন ২৪ জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়; যদিও ইন্টারনেট সেবা এখনো আগের মতো স্বাভাবিক নয়। ছাড়া মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ। ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়