মঙ্গলবার ১৩ মে ২০২৫, বৈশাখ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নোরা ফাতেহি মঞ্চে না নাচলেও দর্শকদের দিয়েছেন উড়ন্ত চুমু

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৮:১৯, ১৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:৩২, ১৯ নভেম্বর ২০২২

নোরা ফাতেহি মঞ্চে না নাচলেও দর্শকদের দিয়েছেন উড়ন্ত চুমু

ছবি সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার পর শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এদিন ঢাকায় একটি অনুষ্ঠানে যোগও দেন তিনি। ভক্ত-অনুরাগীরা ভেবেছিল কোমর দোলানোর মাধ্যমে মঞ্চ মাতাবেন এই তারকা অভিনেত্রী। তবে না নাচলেও উপস্থিত দর্শকদের উড়ন্ত চুমু উপহার দিয়েছেন নোরা।  কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেও উড়ন্ত চুমু পেয়ে হতাশ হতে হয় উপস্থিত দর্শক।

তাই অনুষ্ঠান শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফেরেন তারা। এই হতাশা গোপনও রাখেননি অনেকে।

ভক্ত-অনুরাগীদের এমন হতাশ প্রতিক্রিয়ার পর মঞ্চে নোরা নাচা না নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরা ফাতেহি’র পারফর্ম করার অনুমোদন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।

এর আগে নানা নাটকীয়তার পর নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়