
ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আসবেন আগামী ১৮ নভেম্বর। প্রায় ৪০ মিনিটের অনুষ্ঠানের জন্য আইটেম গার্ল খ্যাত অভিনেত্রীকে দিতে হবে ১১ লাখ ৮০ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা।
বুধবার (১৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে এই তথ্য।
নোরা ফাতেহিকে বাংলাদেশে আনছে উইমেন লিডারশিপ করপোরেশন। প্রতিষ্ঠানটির ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে বলিউডের এ তারকা অংশ নেবেন বলে জানা গেছে।
এ অভিনেত্রী ঢাকায় অবস্থানকালে বেসরকারি হোটেলে থাকবেন তিনি। এ কারণে সেখানে থাকা-খাওয়াসহ হোটেল ভাড়া দিতে হবে ১০ হাজার টাকা। বিমান ভাড়াসহ যাতায়াত খরচের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এছাড়া বাংলাদেশে শুটিং ও পুরস্কার বিতরণ মিলিয়ে প্রায় ৪০ মিনিটের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোরা।
এদিকে, বাংলাদেশ থেকে প্রাপ্ত পারিশ্রমিকের ওপর ৩০ শতাংশ উৎসে করের পাশাপাশি ২৫ শতাংশ মূসক বা ভ্যাটও প্রদান করতে হবে নোরাকে। এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, কর প্রদান করেই ঢাকায় আনছেন বলি তারকাকে।