শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অবশেষে গায়ক আকবরের ‘জীবন যুদ্ধের পরিসমাপ্তি’

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৬:২৩, ১৩ নভেম্বর ২০২২

আপডেট: ১৬:২৯, ১৩ নভেম্বর ২০২২

অবশেষে গায়ক আকবরের ‘জীবন যুদ্ধের পরিসমাপ্তি’

ছবি সংগৃহীত

অবশেষে দীর্ঘদিনের অসুস্থতায় ভুগতে থাকা ‘ইত্যাদিখ্যাত’ এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আকবরের জীবন যুদ্ধের পরিসমাপ্তি ঘটল।  আজ রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) গণমাধ্যমকে আকবরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

গত কয়েকবছর ধরেই এ গায়কের চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়