বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, আষাঢ় ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এবার এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ ২১ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ১৫ সেপ্টেম্বর ২০২২

এবার এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ ২১ হাজার

ফাইল ফটো

আজ থেকে সারাদেশে শুরু ২০২২ সালের এসএসসি সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে। ২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি।

সকাল ১১ টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর টা পর্যন্ত। এবার সংশোধিত পুনর্বিন্যাস করা সিলেবাসে ঘণ্টার পরিবর্তে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ঘণ্টা। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ঘণ্টা ৪০ মিনিট।

এদিকে বৃষ্টি সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতির কারণে পরীক্ষার্থীদের সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। যাতে করে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়