শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বুয়েটে ভর্তিতে চূড়ান্ত পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ১৮ জুন ২০২২

বুয়েটে ভর্তিতে চূড়ান্ত পরীক্ষা শুরু

ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি পরীক্ষা) শুরু হয়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ১০টায় বুয়েট ক্যাম্পাসে পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, চূড়ান্ত পরীক্ষায় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। এই শিফটেগ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে লিখিত পরীক্ষা হবে। আর দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টাগ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়