সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কাজে যোগ দিলেন শ্রমিকরা, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১০ সেপ্টেম্বর ২০২৪

কাজে যোগ দিলেন শ্রমিকরা, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য

ছবি সংগৃহীত

সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

তবে, কয়েকটি কারখানার শ্রমিকরা অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি দেয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

সকাল থেকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়