ছবি: ইন্টারনেট
এবারের বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ২ হাজার ৪২০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৪৩৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে পরে যা বেড়ে হয়েছিল ২ হাজার ৬৮৬ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ২৬৬ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।