বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ২১ আগস্ট ২০২৩

শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

ছবি সংগৃহীত

২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার ( ২১ আগস্ট ) বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে অর্থ দিয়েছে দেশটি।

আগামী ৩০ আগস্ট আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয়ার কথা রয়েছে। আর পুরো ঋণের সুদহার যথাসময়ে ফেরত দেয় দেশটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, দেশটির আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল। এখন তারা বাকি ১৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়