
ছবি: ইন্টারনেট
সুইজারল্যান্ড জাতীয় ব্যাংকের বার্ষিক ক্ষতি হয়েছে ১৪১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। ব্যাংকটির ১১৫ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ লোকসান। সোমবার (৬ মার্চ) সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) এ রিপোর্ট প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত জানুয়ারিতেই ক্ষতির আভাস দিয়েছিল ব্যাংকটি। সবশেষ রিপোর্টে সেটাই প্রতিফলিত হলো।
২০২২ সালে বন্ড এবং শেয়ারবাজারের ব্যাপক পতন ঘটে। তাতে এসএনবির বিনিয়োগ মূল্য হ্রাস পায়। এছাড়া সুইস মুদ্রা ফ্রাঙ্কের দর বৃদ্ধিও তাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
গত বছর এসএনবির হোল্ডিংস এবং বিদেশি বিনিয়োগ থেকে আসা রিটার্ন কমেছে। সেগুলো ফ্রাঙ্কে রুপান্তরিত করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ, সুইস মুদ্রার চেয়ে ডলারের দাম কম। কিন্তু বিনিয়োগের অর্থ এসেছে এ মার্কিন মুদ্রায়।
সবমিলিয়ে ২০২২ সালে ক্ষতি হয়েছে ১৩২ দশমিক ৫ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয় এসএনবি। যার পর যা সবচেয়ে বেশি লোকসান।