শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম। গত আগস্টে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক বেড়েছে। তাতে লাগাম টানতে আবার সুদের হার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ফলে জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের নভেম্বরের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে দশমিক ০৫ ডলার বা দশমিক শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯১ দশমিক ৯৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রডের দাম নিম্নমুখী হয়েছে দশমিক ৭৩ ডলার বা শতাংশ। প্রতি ব্যারেল বিকিয়েছে ৮৬ দশমিক ০৫ ডলারে।

গত মাসে ভোক্তা পর্যায়ে মার্কিন মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শতাংশ। তবে জুলাইয়ে তা অপরিবর্তিত ছিল।

আগামী সপ্তাহের মঙ্গল বুধবার নীতি-নির্ধারণী বৈঠক করবেন ফেডের কর্মকর্তারা। দুই দিনব্যাপী ওই সভায় মোটা অংকের সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়