শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সপ্তাহের ব্যবধানে সোনার দাম সর্বোচ্চ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ১১ সেপ্টেম্বর ২০২২

সপ্তাহের ব্যবধানে সোনার দাম সর্বোচ্চ

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম শতাংশের বেশি বেড়েছে। গত সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনের শেষভাগে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন হয়েছে শূন্য দশমিক শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭১৯ ডলার ৮৯ সেন্টে। 

এর আগের সেশনে আউন্সপ্রতি স্বর্ণ বিক্রি হয় ১৭২৯ ডলার ২৯ সেন্টে। গত ৩০ আগস্টের পর যা সর্বোচ্চ। সবমিলিয়ে চলতি সপ্তাহে বুলিয়ন বাজার ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক শতাংশ। গত সপ্তাহের মধ্যে প্রথম স্বর্ণের মার্কেট লাভের দিকে অগ্রসর হলো।

এদিন ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শতাংশ। প্রতি আউন্স বিকিয়েছে ১৭৩০ ডলার ৯০ সেন্টে।

ক্যাপিটাল ডটকমের প্রধান বাজার বিশেষজ্ঞ ডেভিড জোন্স বলেন, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ইউএস ডলার সূচক। এতে স্বর্ণের দর বেড়েছে। মূল্যস্ফীতি প্রতিবেদনে আরও শক্তি থাকতে পারে। সম্ভবত এর বাইরেও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়