শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নিউইয়র্কে জ্যামাইকায় আরেকটি লিটল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৭ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:২৩, ১৭ অক্টোবর ২০২২

নিউইয়র্কে জ্যামাইকায় আরেকটি লিটল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্যামাইকায় হিলসাইড এভিনিউয়ের বড় একটি অংশের নাম দেওয়া হয় লিটল বাংলাদেশ আর এবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউয়ে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। বাঙালি অধ্যুষিত এই এলাকার রাস্তাটির নতুন নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ’।  

ব্রুকলিনের কেনসিংটনকে বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র বলে মনে করা হয়। নিউ ইয়র্কে মোট যত বাংলাদেশির বাস তার প্রায় ৩৫ শতাংশেরই বাস ওই এলাকায়।  

স্থানীয় সময় রোবাবার দুপুরে ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউয়ে লিটল বাংলাদেশ নামফলক উন্মোচন করেন নিউইর্কের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী কাউন্সিল ওম্যান শাহানা হানিফ। কয়েক বাংলাদেশি সময় সেখানে উপস্থিত ছিলেন।

শাহানা হানিফ জানান, ৪০/৫০ বছর ধরে এই কমিউনিটির মানুষগুলো এই শহরে কাজ করে যাচ্ছেন। তাই এই শহরের প্রতি তাদের ভালবাসা, তাদের সম্মানের প্রতিদান এই নামকরণ।

 

এইচ এস কে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়