বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নিউইয়র্কে ৩৪ বাংলাদেশি শিল্পীর ’স্মৃতিকথা’ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ১৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:২২, ১৩ অক্টোবর ২০২২

নিউইয়র্কে ৩৪ বাংলাদেশি শিল্পীর ’স্মৃতিকথা’ প্রদর্শনী

ছবিঃ সংগৃহীত

নিউইয়র্কে ৩৪ বাংলাদেশি শিল্পীর ১৪ দিন ব্যাপী প্রদর্শনী ইতোমধ্যে শুরু হয়েছে। নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত বাংলাদেশি চিত্রশিল্পীদের ব্যক্তিগত স্মৃতিকথা আলোকে এই প্রদর্শনী শুরু হয়। এতে ৩৪ শিল্পীর যাপিত জীবনের শিল্পকর্ম স্থান পেয়েছে।‘শিল্পের সাথেই থাকুন’স্লোগানে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম।    

গত ৭ অক্টোবর (শুক্রবার)নিউইয়র্ক সিটিরজ্যামাইকা সেন্টার ফর আর্টস এ্যান্ড লার্নিং এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি চলবে আগামী ২২ অক্টোবর(শনিবার)পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের এমিরিটাস প্রফেসর . মোস্তফা সারোয়ার। মোমবাতি জ্বালিয়ে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এর আগে স্বাগত বক্তব্যে ফোরামের কর্মকর্তা আলমা লিয়া জানান, এটি শুধু স্মৃতিকথা নয়, সকল শিল্পীর জীবনের ধারাবিবরণী, যা পরিণত হয়েছে চমৎকার একটি ক্যানভাসে। সঙ্গীতের মূর্চ্ছনায় আবিষ্ট হয়ে উঠেছে প্রদর্শনী স্থানটি।

প্রদর্শনীতে অংশ নেয়া ওই ৩৪ শিল্পীরা হলেন আর্থার আজাদ, আলমা লিয়া, আজমীর হোসাইন, বশিরুল হক, বিশ্বজিৎ চৌধুরী, দীনা জামান, ফারহানা ইয়াসমীন, কীয়ো চি মঙ, কায়সার কামাল, কানিজ হুসনা আকবরী, কাউসার ফেরদৌসী, কাজী রকিব, লায়লা আঞ্জুমান আরা, মুতলুব আলী, মোহাম্মদ টুকন, মাসুদুল আলম, মাসুদা কাজী, মোহাম্মদ হাসান রুকন, মোস্তফা টি আরশাদ, নুরুল হক মিন্টু, নাজ হোসাইন পলি, জাহাঙ্গির রুদ্র, সাঈদ রহমান, সাজেদা সুলতানা, মোহাম্মদ সাঈদুল হাসান, শামীম সুবর্ণা, সালমা কানিজ, শামীমা রহমান, সুজিত কুমার সাহা, তাজুল ইমাম, তারিক জুলফিকার, তাসনোভা রহমান, ওয়াহিদ আজাদ, জেবুন্নেসা কামাল এবং ইকবাল হোসাইন।

এইচ এস কে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়