বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, কার্তিক ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভ্রমণের সময় মনে রাখবেন যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ৩০ অক্টোবর ২০২২

আপডেট: ১০:৪৮, ৩০ অক্টোবর ২০২২

ভ্রমণের সময় মনে রাখবেন যা

ছবিঃ সংগৃহীত

আমরা সবাই কমবেশি ঘুরতে পছন্দ করি। কিন্তু ঘুরতে যাওয়ার পর অনেকেই অনেক সময় ছোটখাটো ভুলের জন্য বিপদে পরে যায়। তাই ভ্রমণের সময় কিছু বিষয় মাথায় রাখলে বিপদ থেকে বিরত থাকা যায়। আবার বিপদে পড়লেও বিষয়গুলো মাথায় রাখার কারণে বিপদ থেকে রেহাইও পাওয়া যায়।

আর ভ্রমণ করতে কার না ভালো লাগে। সবারই ভালো লাগে তাই না? সময় পেলেই আমরা একদল মানুষ ছুটে যাই প্রকৃতির কাছে। প্রকৃতিও আমাদের কে সাআনন্দে গ্রহন করে নেয়।

ভ্রমণ সব সময় আমাদের নতুন কিছু শিখায়। নতুন ভাবে ভাবতে শিখায়। নতুন ভাবে চলতে শিখায়। তবে, মাঝে মাঝে আমাদের ছোট খাটো কিছু ভুলের কারনে আনন্দের ভ্রমণ নিরআনন্দের রুপ নেয়।

পরিচ্ছেদসমূহ  লুকিয়ে রাখুন

মনস্থির করে সময় নিয়ে পরিকল্পনা করুন

# ভ্রমণের লিস্ট তৈরি করুন

# স্থানীয় ভাষার সাধারণ বাক্যাংশ গুলো জেনে রাখুন

# একটি অতিরিক্ত ক্যামেরা ব্যাটারি নিতে ভুলবেন না (বা দুটি)

# ভ্রমণ পোশাক এর প্রতি খেয়াল করুন

# সর্বদা ভ্রমণ বীমা কিনুন

# গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি করে রাখুন

# অতিরিক্ত আন্ডারওয়্যার নিন

# ব্যাকপ্যাক গুছিয়ে নিন

ইলেকট্রনিক্স, ঔষধ, টুথব্রাশ, এবং আপনারব্যাকপ্যাক অতিরিক্ত জুতা রাখুন

# পাবলিক পরিবহনে চলার জন্য ভাড়া জেনে নিতে পারেন

# প্লেনে হাইড্রেটেড থাকুন

# হোটেল ঠিকানা এবং হোটেল এর ফোন নাম্বার আপনার ফোনে লিখে রাখুন

# স্থানীয়দের জিজ্ঞাসা করুন

# ফ্রি পাবলিক ওয়াইফাই থেকে সাবধান

# ভ্রমণ এর আগে আপনার ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানি কে সতর্ক করে রাখুন

# ভ্রমণের সময় সাথে বই রাখুন

# মন খোলা রাখুন

# ভ্রমণ এর সময় নির্ধারিত করে রাখবেন না

# বাড়িতে আপনার কাউকে জানিয়ে রাখুন

# আপনার ব্যক্তিগত আইটেম আলাদা করুন

# বাজেটের বাহিরে আলাদা ব্যাকআপ বাজেট রাখুন

# প্রয়োজনীয় ঔষধ সাথে রাখুন

# অসুস্থ অবস্থায় ভ্রমণ না

# প্রয়োজনীয় নাম্বার গুলো কাগজে লিখে রাখুন

এইচ এস কে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়