শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের বিছানাকান্দি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৫, ২২ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:৪১, ২২ অক্টোবর ২০২২

ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের বিছানাকান্দি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। সারাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তার একটি হচ্ছে বিছনাকান্দি। সিলেটের অনেক গুলো পর্যটন স্থানের মধ্যে বিছানাকান্দি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছনাকান্দি। জাফলেংর মত দৃষ্টিনন্দন এই বিছনাকান্দি দেখতে অপরূপ ভারত-বাংলাদেশের সীমানায় খাসিয়া পাহাড়ের কয়েকটি ধাপ দু-পাশ থেকে এসে বিছনাকান্দিতে একত্রিত হয়েছে সেই সাথে ভারতের মেঘালয় থেকে আসা ঝর্ণা  বিছনাকান্দিকে করেছে আর মুগ্ধকর   বিছনাকান্দির মূল আকর্ষন হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি এবং পাহাড়ে পাহাড়ে মেঘের উড়াউড়ি। দেখলেই মনে হবে যেন এক মানসিক প্রশান্তি মনে হবে পাহাড়, জল, মেঘ, ঝর্ণা, পাথর, পাহাড়ের মাঝ দিয়ে নদী সবমিলিয়ে যেনে এক মায়াজাল করে রেখেছে  বিছনাকান্দি।

বিছনাকান্দি কখন ভ্রমন করবেন-

বিছনাকান্দি ভ্রমনের জন্য কোন সময় দরকার হয় না। কারণ ভ্রমন মানুষকে আনন্দ দেয়। তবে বর্ষাকালে বিছনাকান্দি ভ্রমন অন্যন্ত আনন্দের হবে   চারদিকে অনেক পানি থাকার কারণে বিছনাকান্দির প্রকৃত সৌন্দর্য্য ফুটে উঠে তাই বর্ষাকালে বিছনাকান্দি যাওয়া ভ্রমনের সঠিক সময়

কিভাবে বিছনাকান্দি যাবেন-

আপনি যেখানেই থাকেন না কেন বিছনাকান্দি যেতে আপনাকে প্রথমেই  আসতে হবে সিলেটে সিলেট থেকে আপনাকে যেতে হবে বিছনাকান্দি বিছনাকান্দি যেতে আপনাতে আসতে হবে সিলেটের আম্বরখানা পয়েন্টে এখান থেকেই আপনাতে ঠিক করতে হবে যে আপনি কিভাবে যাবেন ? লোকাল নাকি  রিজার্ভ লোকাল হলে ওই  পয়েন্টের সিএনজি স্টেশন  থেকে জনপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকায় হাদারপার নামক জায়গায়  যেতে হবে আর সিএনজি রিজার্ভ নিলে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পযর্ন্ত লাগবে হাদারপার এসে নৌকা ঘাট থেকে নৌকা ঠিক করে বিছনাকান্দির মেইন জায়গায় যেতে পারেন সেখানে পান্থুমাইয়ার নামক স্থান আছে যেখানে পান্থুমাই নামে একটি ঝর্ণা আছে নৌকার মাঝির সাথে বিছনাকান্দি পান্থুমাইয়ার যাওয়ার জন্য নৌকা ভাড়া ঠিক করতে পারেন শুধু বিছনাকান্দি যেতে ভাড়া লাগবে ৮০০ থেকে ১৫০০ টাকা আর পান্থুমাইয়ার যেতে বিছনাকান্দি সহ ১৫০০ থেকে ২০০০ টাকা অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া ঠিক করবেন বড় ট্রলার ভাড়া করলে খরচও বাড়বে যেমন ২৫০০ টাকা পযর্ন্ত লাগতে পারে বর্ষাকাল ছাড়া গেলে আপনি হেটেও বিছনাকান্দি যেতে পারেন বা বাইকে যেতে পারেন মটর বাইকে জনপ্রতি ভাড়া নিবে ৫০ থেকে ৬০ টাকা

কোন কারণ বশত ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন হলে অর্থের বিনিময়ে ওয়াশরুম ব্যবহার করার ব্যবস্থা আছে আর কোন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন -উপজেলা নির্বাহী অফিসার (01730-331036)   উপজেলা পরিষদ  (01919-515960) নাম্বারে

বিছনাকান্দি ভ্রমনে থাকবেন কোথায়-

বিছনাকান্দি স্পটে থাকার তেমন কোন হোটেল নেই। বিছনাকান্দি যাতায়াতের জন্য সময় কম লাগে তাই সিলেট শহরেই থাকার ব্যবস্থা করতে পারেন। সিলেটের আম্বরখানা, হোটেল হিল টাউন, দরগা গেইট, গুলশান, সুরমা,কায়কোবাদ ইত্যাদি হোটেলে থাকতে পারেন। এছাড়াও সিলেটের বিভিন্ন জায়গায় কম ভাড়ার অনেক রেস্ট হাউস আছে সেখানেও থাকতে পারেন

খাবেন কোথায়-

বিছনাকান্দিতে  খাবারের অনেক হোটেল রয়েছে যা খুবই সাধারণ মানের সেইসব হোটেলে অনেক ধরনের খাবার  মিলে  যা ১৩০ টাকা থেকে ১৬০ টাকার মধ্যে হয়ে থাকে   আপনি ইচ্ছা করলেই সিলেট শহর থেকে খাবার নিয়ে যেতে পারেন। শহরের মধ্যে খুবই ভালো মানের অনেক রেস্তুরেন্ট আছে। তার মধ্যে পাঁচ ভাই, পানশি, আলপাইন, পালকি। তবে পাঁচ ভাই রেস্তুরেন্ট টাই বেস্ট। পাঁচ ভাই রেস্তুরেন্টের খাবার মান খুবই ভালো এবং দাম তুলনা মূলক কম।

এইচ এস কে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়