সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা- আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকেবিচ্ছিন্ন ঘটনাহিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানেইয়ুথ ভোটারশীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি মন্তব্য করেন।

সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। নির্বাচনকালে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, যা নতুন নয়। অতীতেও নির্বাচনের সময় এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, আহসানউল্লাহ মাস্টার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডও ঘটেছিল। হাদির ওপর হামলাও তেমনই একটি বিচ্ছিন্ন ঘটনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং সবাইকে সঙ্গে নিয়েই আয়োজন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।

তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণরা শুধু নিজেরা ভোট দেবেন না, অন্যদেরও ভোটদানে উৎসাহিত করবেন। তরুণদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। এবারের নির্বাচন সুষ্ঠু, সুন্দর স্বচ্ছ হবে এবং তরুণদের অংশগ্রহণেই তা সম্ভব হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে। কারণ, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটার, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি, কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি গণভোট আয়োজনের প্রস্তুতিও রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণরা সঙ্গে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়