সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

ছবি সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। বিমানটিতে হাদির চিকিৎসার জন্য দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক একজন নার্স রয়েছেন। সিঙ্গাপুর পৌঁছাতে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে, গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, ব্রেন স্টেমে আঘাত মস্তিষ্কে অতিরিক্ত ফোলা থাকায় তার রক্তচাপে ওঠানামা দেখা দিয়েছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। রক্তচাপ হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়