সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৪ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ছবি সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। সময় কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ দুই শতাধিক কৃতী বুদ্ধিজীবীকে হত্যা করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়