রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কাল সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১৪ ডিসেম্বর ২০২৫

কাল সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে তাঁর পরিবার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির ফুসফুস কিডনি কার্যক্রম সচল আছে। তবে মূল সংকট মস্তিষ্কে আঘাতজনিত জটিলতা। তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির প্রস্তুতি ভিসা প্রক্রিয়া চলছে। সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর ভাই আবু বকর সিদ্দীক।

এর আগে হাদির গুরুতর অসুস্থতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়