মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, আষাঢ় ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইনু, মেনন, পলক, মামুন রিমান্ড শেষে কারাগারে

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৪

ইনু, মেনন, পলক, মামুন রিমান্ড শেষে কারাগারে

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) তাদের আদালতে তুলে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আরেকটি হত্যা মামলায় তাকে দিনের রিমান্ডে পাঠায় আদালত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়