বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বেনজীরের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ২৮ জুলাই ২০২৪

বেনজীরের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক

ছবি: ইন্টারনেট

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান।

রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় দুর্নীতি দমন কমিশন-দুদক।

এই বিষয়ে দুদকের আইনজীবি খুরশিদ আলম জানান, অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদক খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরো কোন আর্থিক লেনদেন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৩ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। এক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতির দুই মাস পর হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়