শনিবার ১২ জুলাই ২০২৫, আষাঢ় ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বেনজীর জিজ্ঞাসাবাদে হাজির না হলে ব্যবস্থা: দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ৪ জুন ২০২৪

বেনজীর জিজ্ঞাসাবাদে হাজির না হলে ব্যবস্থা: দুদক

ছবি: ইন্টারনেট

আগামী জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে হাজির না হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কোনো বক্তব্য নেই ধরা নিয়ে আইনী প্রক্রিয়া শুরু করবে দুদক। কথা জানিয়েছেন দুদক কমিশনার জহরুল হক।

তিনি আরও জানান, বেনজীর আহমেদ সময়ের জন্য আবেদন করলে তাকে হাজির হবার জন্য আরো ১৫ দিন সময় দিতে পারে দুদক।

বিষয়ে এর আগে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, গত ছয় মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন।

গত ২৬ মে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট কোম্পানির আংশিক শেয়ারসহ ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

ক্রোকের নির্দেশ পাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ১১৯টি দলিল। যার মধ্যে ঢাকায় ৪টি ফ্ল্যাট। ৪টি নিজ নামীয় কোম্পানি, ৪টি বিও অ্যাকাউন্ট। ১৫টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়