বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুপ্রিম কোর্টে পুলিশের হামলার শিকার সাংবাদিকরা

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৫ মার্চ ২০২৩

সুপ্রিম কোর্টে পুলিশের হামলার শিকার সাংবাদিকরা

ছবি: ইন্টারনেট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণের সময় আওয়ামীপন্থীদের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হইচই, হট্টগোল ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে পুলিশের হামলার শিকার হন অন্তত ১০ জন সাংবাদিক।

বুধবার(১৫ মার্চ) আইনজীবী সমিতির মিলনায়তনে ঘটনা ঘটে। আহতদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শুভ্র কান্তি দাস, জাগো নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস,এটিএন বাংলার ক্যামেরা পার্সন হুমায়ুন কবির, মানবজমিনের আব্দুল্লাহ আল মারুফ বৈশাখী টেলিভিশনের ক্যামেরা পার্সন ইব্রাহিম হোসেন।

রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার সাংবাদিকদের বলেন,’সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। তারা লিখিত অভিযোগ চেয়েছেন। আমরা তাদের লিখিতভাবে বিষয়টি জানাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়