রোববার ১৩ জুলাই ২০২৫, আষাঢ় ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৬ ডিসেম্বর ২০২২

ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ( ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এই মামলার অভিযোগে বলা হয়, ইশরাকের নেতৃত্বে একদল বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ২০২০ সালের ১২ নভেম্বর নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংক কলোনির সামনে জড়ো হয়েছিলেন।

পরে মতিঝিল থানায় ইশরাক ৩১ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ মামলা করা হয়। মামলায় ইশরাক হোসেন আগাম জামিন চেয়ে ২০২০ সালের ২০ ডিসেম্বর হাইকোর্টে আত্মসমর্পণ করেন।

শুনানি শেষে গত বছরের জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেন হাইকোর্ট। মেয়াদ শেষ হওয়ার আগে তাকে দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়