ছবি সংগৃহীত
লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশি মারা গেছেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খোমসের কাছে দুর্ঘটনাটি ঘটে।
প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ বাংলাদেশি। তাদের মধ্যে চারজন মারা গেছেন। অন্য নৌকায় ৬৯ জন ছিলেন, বেশিরভাগই সুদান ও মিশরের নাগরিক। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আল-খোমস লিবিয়ার একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর, যা ইউরোপগামী অবৈধ পথে যাত্রার কেন্দ্র হিসেবে পরিচিত। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া হয়ে উঠেছে অভিবাসীদের ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট।
লিবিয়ান রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো ব্যাগে মোড়ানো মরদেহ ও কম্বল জড়ানো উদ্ধারপ্রাপ্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির কোস্টগার্ড ও নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়।
সম্প্রতি ওই অঞ্চলে নৌকাডুবির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত সপ্তাহে আরেকটি নৌকাডুবিতে অন্তত ৪২ জন নিখোঁজ হন। মানবাধিকার সংগঠনগুলো লিবিয়ার আটককেন্দ্রে অভিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আসছে।































