শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কানাডার প্রাক্তন সৈনিককে মুক্তি দিলো তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩১, ২৭ জানুয়ারি ২০২৫

কানাডার প্রাক্তন সৈনিককে মুক্তি দিলো তালেবান সরকার

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের তালেবান সরকারের হাতে আটক হওয়া কানাডার এক সাবেক সেনা কর্মকর্তাকে মুক্তি দিয়েছে তালেবান সরকার। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতইবেদনে সিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মাসেরও বেশি সময় কারাগারে কাটানোর পর মুক্তি পেয়েছেন তিনি। মূলত, কাতারের মধ্যস্থতায় এই মুক্তি সম্ভব হয়েছে।

মুক্তিপ্রাপ্ত কানাডার সাবেক সেনা কর্মকর্তার নাম ডেভিড ল্যাভারি। তিনি গত বছরের নভেম্বরে কাবুলে তালেবান কর্তৃপক্ষের হাতে আটক হন। এর আগে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ফোকাসে আসেন।

ল্যাভারি আফগানিস্তান থেকে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন। কানাডা সরকারের অনুরোধে কাতারের মধ্যস্থতায় তার মুক্তি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে ল্যাভারি দোহায় তার পরিবারের সাথে মিলিত হয়েছেন। সেখানে পৌঁছে তিনি মেডিক্যাল চেকআপ সম্পন্ন করেছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেন, ‘আমি কাতারে ল্যাভারির নিরাপদ পৌঁছানোর বিষয়ে তার সাথে কথা বলেছি। তিনি সুস্থ রয়েছেন।’ তিনি কাতারকে এই মুক্তির জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়