শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ট্রাম্পকে হত্যায় ইরানি ষড়যন্ত্র, একজন অভিযুক্ত

প্রকাশিত: ১০:৪৬, ৯ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে হত্যায় ইরানি ষড়যন্ত্র, একজন অভিযুক্ত

ইন্টারনেট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এক ইরানি নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযুক্ত ওই ইরানি নাগরিকের নাম ফরহাদ শাকেরি। তিনি ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত।

শুক্রবার মার্কিন বিচার বিভাগ বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ফরহাদ শাকেরি নামের ওই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার আদেশ দিয়েছিল।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন- গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনও পরিকল্পনা তার ছিল না।

বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, শাকেরি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।

এদিকে ইরান সরকারের কট্টর সমালোচক ইরানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে হত্যাচেষ্টার পরিকল্পনায় শাকেরিকে সহায়তার অভিযোগে নিউইয়র্কের দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তারা হলেন কার্লিসল রিভেরা ও জনাথন লোডহোল্ট। শাকেরি কারাগারে থাকার সময় তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা।

তবে শাকেরি ও ওই দু’জন যাকে হত্যা করতে চেয়েছিলেন, তাকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটররা। তবে বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক আইনের সমালোচনা করতেন।

সূত্র: ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়