সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত, নিহত আরও ১০৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত, নিহত আরও ১০৫

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় আরও ১০৫ জন নিহত হয়েছেন। রবিবার প্রথমবারের মতো দেশটির রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় এই হামলা চালায়। খবর আল জাজিরা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইসরায়েলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

রবিবারও লেবাননের আকাশে ইসরায়েলের ড্রোন উড়েছে। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে বোমা বর্ষণ শুরু হয়েছে। বেশিরভাগ আক্রমণ এই দক্ষিণাঞ্চলে শুরু করেছে ইসরায়েল। দেশটিতে গত সোমবার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল।

এদিন হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। দক্ষিণ লেবাননে বসবাসকারীরা পালিয়ে আশেপাশের একটি সেতুর নিচে আশ্রয় নেন।

লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র লেবাননে সংঘাতের জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটি এই অঞ্চলে তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এটা হতেই হবে।তবে বিষয় নিয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়