শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ২৯ সেপ্টেম্বর ২০২২

সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

ছবি সংগৃহীত

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেয়।

এছাড়া সু চির পাশাপাশি এদিন তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর- রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ উভয়কেই বছরের কারাদণ্ড দেন আদালত। সাজা ভোগের সময় কোনো কাজ করতে হবে না। অবশ্য উভয় ব্যক্তিই নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর আগে বলেছিলেন, টার্নেলকে বিচারের বিষয়ে আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ক্যানবেরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়