শুক্রবার ১০ মে ২০২৪, বৈশাখ ২৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আফগানিস্তানে ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫০

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২২ জুন ২০২২

আপডেট: ১৫:৫১, ২২ জুন ২০২২

আফগানিস্তানে ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫০

ভূমিকম্পের পর উদ্ধারকারী হেলিকপ্টার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পৌঁছায়

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৯৫০ জন নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) ভোরে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য উঠে এসেছে।

আফগানিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা ৯৫০ জনের বেশি বাড়তে পারে এবং আরো ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়