সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উন্মোচন হলো আইফোন ১৬ সিরিজ, দেখে নিন ফিচার

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২৪

উন্মোচন হলো আইফোন ১৬ সিরিজ, দেখে নিন ফিচার

ছবি সংগৃহীত

আইফোন ১৬ সিরিজ উন্মোচন করেছে নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। সোমবার ( সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিতইটস গ্লোটাইমইভেন্টে এটি উন্মোচিত হয়।

লঞ্চ ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয়েছে।

আইফোনের অন্যান্য সিরিজের মতো এই সিরিজেও থাকছে ৪টি মডেলআইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। আইফোন ১৬ ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ১৮ প্রো চিপ থাকছে। এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

১৬ সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন আনল। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার দশমিক ইঞ্চি আর প্রো ম্যাক্স দশমিক ইঞ্চি। আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির সক্ষমতাও বাড়ানো হয়েছে। ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক।

নতুন আইফোনের ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হচ্ছে অ্যাকশন ক্যাপচার বাটন। সিরিজের চারটি মডেলেই থাকছেক্যাপচারবাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম পড়বে যথাক্রমে ৭৯৯ ৮৯৯ ডলার। আর আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ৯৯৯ ডলার ১১৯৯ ডলার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়