ছবি: ইন্টারনেট
ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তৎপরতাও বাড়ছে চিকিৎসকদের। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩জন। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। এবার বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেও ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। দেরি করলে অনেক রোগী সংকটাপন্ন হয়ে পড়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালে ডেঙ্গুতে মারা যায় ১০৫ জন, ২০২২ সালে ২৮১জন। পরের বছর ২০২৩ সালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০৫ জনে। চলতি বছরের সাড়ে চার মাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।
প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এবার অনেক আগে থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।
বাসা-বাড়ি পরিষ্কারের পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।