
ছবি সংগৃহীত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এখন থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাইমারি পিসিআই (হার্টের রিং পরানো) সেবা দেওয়া হবে।
আগে এই সেবা কেবল ক্যাথল্যাব-২-এ দুপুর আড়াইটা পর্যন্ত সীমিত ছিল। এখন ক্যাথল্যাব-৬-এ সময় বাড়িয়ে এই সুবিধা চালু করা হয়েছে।
শনিবার হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ইউনিট-৫ সফলভাবে দুটি প্রাইমারি পিসিআই সম্পন্ন করেছে।
আইসিইউ থেকে একটি ভেন্টিলেটর মেশিন এনে প্রস্তুত রাখা হয়, যাতে উন্নত সেবা নিশ্চিত করা যায়। নতুন এই ব্যবস্থায় আরও বেশি রোগী জরুরি সেবা পাবেন এবং হাসপাতালের সক্ষমতা বাড়বে।