
পুলিশ কর্মকর্তা বাবা–মা এবং ছোট ভাইয়ের সঙ্গে অভিনয়শিল্পী প্রসূন আজাদ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী প্রসূন আজাদের বাবা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান প্রসূন।
তিনি লেখেন, “আমার আব্বুকে কেউ রাস্তায়, হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। শুক্রবার বিকেল ৪টা থেকে তাঁর কোনো খোঁজ নেই। তিনি মুঠোফোনও সঙ্গে নেননি।”
প্রসূনের পরিবার জানায়, বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি আজাদ হোসেন। প্রতিদিন নাতনাতনিদের সঙ্গে ভিডিও কলে কথা বললেও নিখোঁজের পর থেকে কোনো যোগাযোগ করেননি তিনি।
নিখোঁজের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকে।
প্রসূনের মা শাহানা বেগমও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজাদ হোসেন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন, কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন।
প্রসূন জানান, তাঁর বাবার কারও সঙ্গে কোনো বিরোধ নেই, বরং তিনি খুব প্রাণখোলা ও পরোপকারী মানুষ। কোরবানির সময় একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছিলেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত।