ছবি সংগৃহীত
মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছে দলটি। এতে মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
সোমবার ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় মাগুরা-২ আসনে সবাইকে সংঘাত এড়িয়ে চলতে অনুরোধ করছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না—ধানের শীষ আমাদের অস্তিত্ব।”
নয়ন সম্প্রতি মাগুরায় দুটি জনসভা আয়োজন ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত এই নেতা বর্তমানে মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।































